চন্দনাইশে দূর্গা পূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে চন্দনাইশ উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নের ১২৪টি পূজামন্ডপের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষার্থে চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিকালে কাসেম-মাহবুব উচ্চ বিদ্যালয় হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক, থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ স্মৃতি রাণী সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বলরাম চক্রবর্তী, সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী টিটো।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান আহসানুল কবির, শিক্ষা কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, অ্যাকাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াদ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ.দা.) প্রমিত কুমার চাকমা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কুমার রায় চৌধুরী, সুনিল কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক অশোক সুশীল, সাংগঠনিক সম্পাদক বাবু দাশ বাবলু, দপ্তর সম্পাদক সৌরভ দাশ শুভ্র, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক গোপাল কৃষ্ণ ঘোষ, প্রচার সম্পাদক কাজল মিত্র, সাংস্কৃতিক সম্পাদক শ্রীদুল আচার্য্য, সহ-পূজা বিষয়ক সম্পাদক সমর ভট্টাচার্য, সিনিয়র সদস্য বিকাশ চন্দ্র দে, রুপন সুশীল, মৃণাল কান্তি ধর, রাজীব দাশ, সুলাল মিত্র, সঞ্জয় দে বাপ্পা, অজিত কান্তি দে, শিমুল পাল, পিযুশ চক্রবর্তী, রুবেল দাশ, রনি দে সহ দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়নের পূজা কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ।

আরও পড়ুন