রাউজানে ৫টি বসতঘর পুড়ে বিপুল ক্ষয়ক্ষতি

চট্টগ্রামের রাউজানে অগ্নিকান্ডে ৫টি বসতঘর পুড়ে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার রাত ৮টার দিকে পূর্ব গুজরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মতি মেম্বারের বাড়িতে এঘটনা ঘটে। অগ্নিকান্ডে ১টি গরু পুড়ে গেছে। এছাড়া ৫টি ঘর পুড়ে গিয়ে প্রায় ৫-৬ লক্ষ ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্থদের দাবি।

জানা যায়, রাতে গোয়ালঘর থেকে আগুনের সুত্রপাত হয়। এতে মুহুর্তেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনের একে একে গীতা ঘোষ, প্রফেসর দিলীপ, বাবুল দাস, রতন দাস, স্বপন দাস ও গৌতম দাসের ঘর পুড়ে যায়।

স্থানীয়রা জানান, আগুন লাগার খবর পেলে প্রতিবেশিরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু আগুনের তাপমাত্রা ছিল ভয়াবহ। পরে রাউজান ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়া হয়। কিন্তু সড়ক ছোটো হওয়ার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ডুকতে সমস্যা হয়। পরে অনেক চেষ্টার পরে গাড়ি প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনের লেলিহান শিখায় মাটির তৈরি দোতলা (মাটির গোদাম) ৫টি ঘর পুড়ে যায়।

রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে যাবার পরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে ওই বাড়ির রাস্তার সমস্যার কারণে গাড়ি প্রবেশ করাতে কষ্ট হয়েছে। আগুনে একটি গরু ও ৫টি মাটির ঘর পুড়ে গেছে।

আরও পড়ুন