চলমান উন্নয়ন প্রকল্পের কাজ পরির্দশন করলেন দোহাজারী পৌর প্রশাসক
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় চলমান কয়েকটি উন্নয়ন প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন দোহাজারী পৌরসভার প্রশাসক ও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পূর্ব দোহাজারী এলাকার বিভিন্ন প্রকল্পের কাজ সরেজমিনে দেখেন তিনি।
পরিদর্শনকালে দ্রুততম সময়ে কাজ শেষ করার জন্য পর্যালোচনাসহ প্রকৌশল বিভাগকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি কাজের গুনগত মান অক্ষুন্ন রাখতে সংশ্লিষ্ট ঠিকাদারদের প্রতি আহবান জানান।
এসময় তাঁর সাথে ছিলেন- সাবেক ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সহ-সভাপতি এসএম জামাল উদ্দিন, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন, উপসহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, দোহাজারী ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা কাজী মো. এনামুল হক, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন প্রমূখ।