চন্দনাইশে ২হাজার ইয়াবাসহ নারী আটক
চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ হাসিনা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার সময় চন্দনাইশ থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. ইখতিয়ার হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়ীয়া এলাকায় সড়ক ও জনপথ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে চট্টগ্রামগামী যাত্রীবাহী টি.আর ট্রাভেলস বাসে অভিযান চালিয়ে যাত্রীবেশে ইয়াবা পাচারকালে তাকে আটক করা হয়। এসময় তার হ্যান্ডব্যাগের তলায় আঠা দিয়ে সুকৌশলে লুকানো অবস্থায় দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত হাসিনা বেগম চট্টগ্রাম জেলার পটিয়া থানার পশ্চিম গোবিন্দারখিল এলাকার সাদ্দাম হোসেনের স্ত্রী।
ইয়াবাসহ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”