হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারীতে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আবিদা মণি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গোলাম হোসেন পন্ডিত বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশু আবিদা হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আলমপুর গ্রামের মো. ওসমানের কন্যা।
জানা গেছে, শিশু আদিবা গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নানার বাড়ির সামনে উঠানে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে ভাসতে দেখলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাটহাজারী পৌরসভার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শিশু আদিবার মৃত্যুতে তাদের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সারওয়ার মোর্শেদ তালুকদার।