আনোয়ারায় ১১মামলায় ১৭হাজার টাকা জরিমানা

আনোয়ারায় সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮ টার পর দোকান খোলা রাখার দায়ে ১০টি মামলায় ১৫ হাজার টাকা ও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে এক বাস চালককে দুই হাজার টাকাসহ ১১মামলায় মোট ১৭হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার(৯ আগস্ট) রাতে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আবদুল্লাহ আল মোমেন উপজেলার চাতরী চৌমহনী বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন।

সহকারী কমিশনার(ভূমি) আবদুল্লাহ আল মোমেন বলেন, জ্বালানির সাশ্রয়ী ব্যবহারে সরকারি নির্দেশনা ও বিধিনিষেধ অমান্য করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১১ টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন