কেন্দ্র ঘোষিত সেবাপক্ষ-২৫ ইংরেজী উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে শীলকূপ ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়। শুক্রবার (১০ জানুয়ারী) সকালে শীলকূপস্থ অস্থায়ী কার্যালয়ে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যক্ষ বদরুল হক, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসাইন সিকদার, অর্থ সম্পাদক আ.ন.ম মহি উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা মাওলানা মোহাম্মদ শহিদুল্লাহ, সভাপতি মাওলানা জোবায়ের আহমদ, সহ-সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দিন, মাওলানা মুহাম্মদ হোছাইন ছানুবী, ইউনিয়ন শ্রমিক কল্যাণের উপদেষ্টা মাওলানা হোসাইন আহমদ কাসেমী, মোহাম্মদ রবিউল আলম প্রবীণ জামায়াত নেতা কাজী নুর মোহাম্মদ, উপজেলা শ্রমিক কল্যাণের সহ সাধারণ সম্পাদক কাজী এমরানুল হক, ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক এইচ.এম নুরুল আমিন, শ্রমিক নেতা মোহাম্মদ হোছাইন, হেলাল উদ্দিন, আবুল কাশেম সোহাগ প্রমূখ।