শীলকূপ ইউনিয়নে তারুণ্যের উৎসব উদযাপন

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারী) সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এ উপলক্ষ্যে পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদ নুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অরুণ জয় ধর এর পরিচালনায় এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারি প্রকৌশলী মাহাবুব আলম, ডা. মোহাম্মদ ইউনুস, জেলা ছাত্র আন্দোলন সম্পাদক মোহাম্মদ রিয়াজুল হক তালুকদার, ইউপি সদস্য মিজানুর রহমান সিকদার, ফিরোজ সিকদার, কফিল উদ্দিন, মোহাম্মদ ইউসুফ, জান্নাতুল ফেরদৌস লাকী, মোছাম্মৎ জান্নাতুল ফেরদৌস প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ‘নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।’ এসময় ছাত্র প্রতিনিধি ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন