মিরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের শেখের তালুক গ্রামে শেখের তালুক গোলাম রহমান নুরানী মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। মাদ্রাসার উদ্বোধনের পাশাপাশি বই বিতরণ অনুষ্ঠান মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি নাজিম উদ্দিন সবুজের পরিচালনায় ও সাধারণ সম্পাদক মাওলানা সাইদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দাতা পরিবারের সদস্য মিজানুর রহমান, পারভেজ রহমান জনি, ডোমখালী নুরুল উলুম ইদ্রিসিয়া মাদ্রাসার নূরানী বিভাগের প্রধান মাওলানা আমিরুজ্জামান, মাদ্রাসা পরিচালক সরোয়ার আলম রাসেল, শিক্ষানুরাগী হাফেজ মাওলানা আশরাফ উদ্দিন। শেখের তালুক জামে মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ আলহাজ্ব দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারি নূর নবী ভূঁইয়া, সাবেক সেক্রেটারি নুরুল আমিন, প্রবাসী ব্যবসায়ী আশরাফ উদ্দিন সুমন, বাংলাদেশ পুলিশের সাবেক এসপি মতিন উল্ল্যাহ, উপদেষ্টা পরিষদ সদস্য জামাল উল্লাহ, শাহ আলম, নুরুল গনি, বেলায়েত হোসেন, আজিম, রেজাউল করিম ওহিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষক হাফেজ জাবের উদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তারা শাজাহান মাহমুদ ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের উন্নয়নের ধারাবাহিকতার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বই প্রদান ও শাহজাহান মাহমুদ ফাউন্ডেশনের পক্ষ থেকে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এছাড়া হাফেজ মাওলানা আশরাফ উদ্দীন ও প্রবাসী ব্যবসায়ী আশরাফ উদ্দিন সুমনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নাজিম উদ্দিন সবুজের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওয়াহেদপুর জামে মসজিদের খতিব সাইদুল ইসলাম।