মিরসরাইয়ে মহানগর নুরুল কুরআন ইসলামী একাডেমীর ফলাফল প্রকাশ ও দোয়া মাহফিল

মিরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মহানগর নুরুল কুরআন ইসলামী একাডেমীর ফলাফল প্রকাশ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত ফলাফল প্রকাশ ও দোয়া মাহফিলে উদ্বোধনী বক্তব্য রাখেন নুরুল কুরআন ইসলামী একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক, বায়তুশ শরফ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মমিনুল ইসলাম। মহানগর নুরুল কুরআন ইসলামী একাডেমীর সহকারী পরিচালক মাওলানা নজরুল করিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ কমিউনিটি হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টার প্রাইভেট লিমিটেডের সেক্রেটারী আবু নাছির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলম। এসময় আরো বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি কামাল উদ্দিন। ফলাফল প্রকাশ অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নুরুল কুরআন ইসলামী একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা মমিনুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ২০২৫ সালের একাডেমিক ক্যালেন্ডার বিতরণ করা হয়।

আরও পড়ুন