বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় খতমে বুখারী ও দোয়া মাহফিল

বাঁশখালী পৌরসভার ভাদালিয়া হারুন বাজারস্থ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বায়তুল ইরফান আদর্শ মাদরাসার উদ্যোগে মোজাম্বিকে অবস্থানরত প্রবাসী বাঁশখালী ও বাংলাদেশীদের সংকট নিরসণে খতমে বুখারী, দোয়া ও মুনাজাত সম্পন্ন হয়। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে বায়তুল ইরফান আদর্শ মাদরাসার পরিচালক কাজী মুহাম্মদ মনছুরুল হক এ খতমে বুখারীর আয়োজন করেন। দুপুরে মাদরাসার হলরুমে বিশ্ব মুসলিম উম্মার কল্যাণ কামনা করে, মোজাম্বিকে চলমান সংকট নিরসণ ও বিশ্বের সকল দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের জন্য দোয়া করা হয়।

খতমে বুখারীতে অংশগ্রহণ করেন হামিউ সুন্নাহ মেখল মাদরাসার শিক্ষাপরিচালক মাওলানা নাছির উদ্দিন, আল জামেয়া পটিয়া মাদরাসার মোহাদ্দেস মাওলানা রহমত উল্লাহ, শিক্ষক মাওলানা মুহাম্মদ ইউনূস, বৈলছড়ি আজিজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা এজাজ, চাম্বল বড় মাদরাসার শিক্ষাপরিচালক মাওলানা ছালেকুজ্জামান, মুফতি নুরুল ইসলাম, মাওলানা নুরুল হক, মাওলানা ইদ্রিস, বাহারছড়া এমদাদুল উলুম মাদরাসার শিক্ষক মাওলানা নুরুল কবির, জলদী বাইঙ্গাপাড়া বড় মাদরাসার শিক্ষক মাওলানা এমদাদ, বায়তুল ইরফান আদর্শ মাদরাসার শিক্ষাপরিচালক মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন, সরল মদিনাতুল উলুম মাদরাসার পরিচালক মুফতি নুরুল আমিন। দোয়া ও মুনাজাতে উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক, আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন