প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড বাঁশখালী সার্ভিস সেন্টারের উদ্যোগে গ্রাহক মরহুম আনোয়ার হোসেনের স্ত্রী ও তার সন্তানকে সাত লক্ষ ত্রিশ হাজার পাঁচশত পঁচাশি টাকার মৃত্যুদাবির চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) মুহাম্মদ সলিম উল্লাহ। বাঁশখালী পূর্ণাঙ্গ সার্ভিস সেন্টারের ইনচার্জ ইভিপি মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে মৃত্যু দাবি চেক প্রদান অনুষ্ঠান শুক্রবার বিকেলে জলদী মিয়ার বাজারস্থ বাঁশখালী সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জোন-২ এর ইভিপি এন্ড ইনচার্জ জাহাঙ্গীর আলম, বাঁশখালী সার্ভিস সেন্টারের জিএম আজগর হোসেন, গুনাহগারী সাংগঠনিক অফিসের জিএম ও ইনচার্জ মোহাম্মদ ইউসুফ, আনোয়ারা সাংগঠনিক অফিসের জিএম মোহাম্মদ ইদ্রিস।
এ সময় অতিথিরা বলেন, ‘প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড গ্রহকদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় সবসময় বদ্ধপরিকর। গ্রাহকসেবা ও প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা সবসময় সচেতন থাকি।’