‘সকল ইসলামি শক্তির ঐক্যের বিকল্প নাই’ বাঁশখালীতে জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলনে বক্তারা

বাঁশখালীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার কালীপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে বাঁশখালীর পীর আল্লামা শাহ মোহাম্মদ ইসহাক হুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওলামা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দারুল উলুম আলীয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ, বাংলাদেশ মজলিসুল মোফাস্সেরীন কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ড. মাওলানা সাইয়্যেদ আবু নোমান।

বাঁশখালী উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আরিফ উল্লাহর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা নিজাম উদ্দীন, পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক, সহকারী সেক্রেটারী মাওলানা জহিরুল ইসলাম, মোহাম্মদ নাছের, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় স্বাস্থ্য সম্পাদক মাওলানা ফজলুল করিম জিহাদী, হেফাজতে ইসলাম বাঁশখালী শাখার আমীর মাওলানা নুরুল হক সুজিশ, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের শূরা সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাঈল, সাতকানিয়া আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুনিরুল আলম, পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, সাধনপুর কনজুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আবু বকর, জলদী হোসাইনিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম, বাঁশখালী পৌরসভা জামায়াতের আমীর আবু তাহের, মাওলানা এনামুল হক জিহাদী, মাওলানা এজাজ আহমদ, মাওলানা মুনিরুল হক খলিলী, মাওলানা আখতারুজ্জামান, অ্যাডভোকেট জি.এম সাইফুল ইসলাম, মাষ্টার আব্দুর রহিম ছানুভী, মাও মহিউদ্দীন, অধ্যক্ষ মাও মীর আহমদ, অধ্যক্ষ মাও আবু তাহের, মাও শহিদুল্লাহ, মুহতামিম মাও আবু বকর প্রমুখ উপস্থিত ছিলেন।

ওলামা সম্মেলনে বক্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে এই জাতির ওপর চেপে বসা স্বৈরশাসক মহান আল্লাহর দয়ায় ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই পতিত জালিম, ফ্যাসিস্ট সরকার দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলীম তথা আলেমদের ওপর নির্যাতনের স্টীম রোলার চালিয়েছে। ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদেরকে মিথ্যা ও বানোয়াট অভিযোগে শহীদ করেছে। ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের জন্য আল্লাহ তা’য়ালা অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহর এই নেয়ামতকে কাজে লাগিয়ে দেশের সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।

আরও পড়ুন