হাশিমপুর নতুন আদর্শ গ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডস্থ দক্ষিণ হাশিমপুর নতুন আদর্শ গ্রাম মাহফিল পরিচালনা কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে হযরত আবুবকর ছিদ্দিক (রা.) স্মরণে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে হাশিমপুর নতুন আদর্শ গ্রাম মাঠে প্রথম বারের মত আজিমুশ্শান ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ হাশিমপুর গুলমেহের সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাগির হোসাইনের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ নুরুল ইসলাম জোহাদী (মা.জি.আ.)।

প্রধান আলোচক ছিলেন মধ্যম হালিশহর হামজার দিঘী জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ মুহাম্মদ আব্দুল কাদের সিরাজী (মা.জি.আ.)।

বিশেষ বক্তা ছিলেন- দক্ষিণ হাশিমপুর গুলমেহের সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম কাদেরী (মা.জি.আ.), দক্ষিণ হাশিমপুর হযরত আলী ফকির (রহ.) জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন (মা.জি.আ.)।

বক্তারা বলেন, বর্তমান ফেতনার জামানায় ঈমান রক্ষা করতে হলে হক বাতিলের পার্থক্য বুঝতে হবে। শুধু মুখেই আশেকে রাসুল দাবি করলে হবে না, কথাবার্তা, আচার-আচরণ, পোষাক-পরিচ্ছদসহ জীবনযাপনের প্রতিটি ধাপে প্রিয় নবীজি (সা.) এঁর সুন্নাতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে, সব কিছুর ঊর্ধ্বে এমনকি নিজের জানমালের চেয়েও বেশি ভালবাসতে হবে প্রিয় রাসুলকে। রাসূল (সা.) এঁর রেখে যাওয়া সুন্নাতসমূহকে পুনরুজ্জীবন দান করা এবং তাঁর অনুপম আদর্শ বাস্তবায়নের দিকে ধাবিত হতে হবে। এর মাধ্যমেই বহিঃপ্রকাশ ঘটে সত্যিকার রাসুল প্রেমের এবং অর্জিত হবে প্রিয় নবীর সন্তুষ্টি। বাস্তবিকপক্ষে সুন্নাতে নববী ও আদর্শের অনুসরণকারীই হচ্ছেন প্রকৃত আশেকে রাসুল।

আরও পড়ুন