দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পটিয়ার তিন প্রবাসী সহোদর বাংলাদেশীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে নির্বাচিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তারা হলেন মধ্যপ্রাচ্যের দুবাই প্রবাসী মোহাম্মদ এনাম উদ্দিন, মোহাম্মদ সাইফুদ্দিন ও নাজিম উদ্দিন। বিদেশের মাটিতে কৃষি বিপনন করায় তাদের এই সম্মাননা দেওয়া হয়। তারা পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সুরুত আলীর পুত্র।
জাতীয় প্রবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে নির্বাচিত তিন সিআইপির হাতে সম্মাননা ও সিআইপি কার্ড তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। বিদেশের মাটিতে কৃষিতে বিপ্লব গড়ার কারনে বাংলাদেশ সরকার ইতিপূর্বেও তারা অনেক সম্মানে ভূষিত হন। তারা পটিয়া উপজেলার হাইদগাঁও ৮ নং ওয়ার্ডের বাসিন্দা হলেও পটিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে সামাজিক ও মানবিক কাজে তারা অবদান রেখে চলছেন। ওমানে তাদের প্রতিষ্ঠানে হাজারো বাংলাদেশী কর্মীদের কর্মসংস্থান করেছেন। তিন সহোদর সিআইপি সুবিধা পাওয়ায় এলাকার মানুষের মধ্যে চলছে খুশির উল্লাস।
পটিয়া উপজেলা যুবদল নেতা ও সমাজসেবক আজিজুল হক বলেন, এই তিন সহোদর সিআইপি নির্বাচিত হওয়ায় আমাদের এলাকার সবাই খুশি। তারা বিগত দিনেও গ্রামের মানুষকে সার্বিক সহযোগীতা করে আসছে। আগামী দিনেও তারা এতদ অঞ্চলের মানুষের যেকোন সমস্যায় পাশে দাঁড়াবে বলে আমরা আশা করছি।