বাঁশখালীতে শহীদ মিনারে ফুল দেওয়া, ভিডিয়ো ধারণ করে সোস্যাল মিডিয়ায় প্রচার করা ও দলীয় কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ওয়ার্ড সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার সময় বাঁশখালী থানা পুলিশের একটি টিম এসআই গোলাম সরওয়ারের নেতৃত্বে অভিযান চালিয়ে আজিজুর রহমান (২০) নামে এক ছাত্রলীগ সভাপতিকে গ্রেপ্তার করেছে। আজিজুর রহমান উপজেলার শীলকূপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। সে ওই ইউনিয়নের মনকিচর গ্রামের দিঘীর পাড়া এলাকার নুরুল ইসলামের পুত্র। বাঁশখালী থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ‘বাঁশখালী বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংঘবদ্ধ কয়েকজন শহীদ মিনারে ফুল দিয়ে, ভিডিয়ো ধারণ করে সোস্যাল মিডিয়ায় প্রচারসহ সাংগঠনিক কর্মকাণ্ড চালানোর অভিযোগ পাওয়ায় ঘটনার সাথে সংশ্লিষ্ঠ আজিজুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত মামলায় গ্রেপ্তার আসামীকে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়।’