মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বর্ণাঢ্য বিজয় র্যালি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।সোমবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা সদরস্থ শাহ্ আমিন পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে শাহ্ আমিন পার্কে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব আ.ক.ম. মোজাম্মেল হকের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিএনপি নেতা মাহামুদুর রহমান (মাহাদু), মাহাবুবুর রহমান চৌধুরী, কামাল উদ্দিন, বাবু খান, শামসুদ্দিন মেম্বার, মোহাম্মদ মহসিন, মাসুদুর রহমান, এডভোকেট সাদ্দাম হোসেন নিরব, মনজুর মোরশেদ চৌ., ওসমান গনি বাবু, জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, সিরাজুল মোস্তফা, আলমগীরুল ইসলাম, নুরুল কবির, আল মাহমুদ হিরু, নেছার উদ্দিন চৌ., শহিদুল ইসলাম, মাহফুজুর রহমান, আব্দুল মান্নান রানা, রিয়াদ হোসেন, এডভোকেট শফিউল হক সেলিম, নুরুল হুদা বাবর, মোজাম্মেল হক মেম্বার, নওশা মিয়া সওদাগর, সেলিম উদ্দিন ভুইয়া, মাষ্টার রিয়াজ উদ্দিন, আব্দুর রহমান, খুরশেদ আলম, সেলিম উদ্দিন, কামাল উদ্দিন, আব্দুচ ছালাম চৌধুরী, গোলাম রসূল বাবুল, আলমগীর আলম প্রমূখ।
সোমবার বিকাল ৩টা থেকে উপজেলার দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড র্যালি নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শাহ্ আমিন পার্কে জড়ো হয়। পরে সেখান থেকে বিজয় র্যালি বের করা হয়। র্যালিতে কয়েক হাজার নেতাকর্মী ও বিএনপির সমর্থকরা অংশগ্রহণ করেন।