মহান বিজয় দিবস উপলক্ষে চাম্বল ইউনিয়ন জামায়াতের আলোচনা সভা

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাম্বল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা চাম্বল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের নব নির্বাচিত আমীর আব্দুল জলিল মানিক। এ সময় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাও জহিরুল ইসলাম।

ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল (অর্থ) সম্পাদক মোস্তফা হোসাইন হেলালের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাও মুহাম্মদ ইসমাইল, সেক্রেটারী অধ্যক্ষ মাও আরিফ উল্লাহ্, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মোক্তার হোসেন সিকদার, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জি.এম সাইফুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাও মুহাম্মদ সোলাইমান, শূরা সদস্য সৈয়্যদ মর্তুজা আলী, সরকারী আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলী নেওয়াজ চৌধুরী ইরান, অ্যাডভোকেট মুহাম্মদ ইমরান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাহাদত হোসাইন সিকদার, চট্টগ্রাম জেলা পশ্চিম শিবিরের অর্থ সম্পাদক ফরমানুর রহমান জাহিন, বাঁশখালী মধ্যম থানা শাখার শিবির সভাপতি আব্দুর রহিম, মাওলানা এনামুল হক।

 

 

আরও পড়ুন