মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরবাজার থেকে রবিবার রাতে মানসিক ভারসাম্যহীন নারী ও তার শিশু কন্যাকে উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে পাওয়া সংবাদে পুলিশ ওই নারী ও তার শিশু কন্যাকে উদ্ধার করে।
জানা যায়, পুলিশের সাহায্যে উদ্ধার হওয়া নারী মানসিক ভারসাম্যহীন। তিনি নিজের নাম বা পরিচয় কিছুই বলতে পারেন না। পরবর্তীতে জোরারগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার ওই নারীর শিশু কন্যাকে সুকৌশলে জিজ্ঞাসাবাদ করে নারীর সম্ভাব্য ঠিকানা উদঘাটন করেন। এরপর সাংবাদিক, সামাজিক যোগাযোগ মাধ্যম ও তথ্য প্রযুক্তির সাহায্যে পরিবারের সন্ধান পান। উদ্ধার হওয়া নারীর নাম প্রভা রানী দাস (৪৫)। তিনি সীতাকুণ্ড উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকার ঘোড়ামারা গ্রামের নেপাল দাসের স্ত্রী এবং তার শিশু কন্যার নাম সুক্তা দাস (৮)। পরবর্তীতে মিরসরাই উপজেলা সমাজসেবা অফিসার সাবরিনা লিনার উপস্থিতিতে প্রভা রানী ও শিশু কন্যাকে তার স্বামী নেপাল দাসের কাছে হস্তান্তর করা হয়। নেপাল দাস স্ত্রী ও সন্তানকে ফিরে পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, নারী ও শিশু কণ্যাটিকে পরিবারের সন্ধান পেতে সহযোগিতা করতে পেরে ভালো লাগছে।