বাঁশখালীতে চাঁদাবা‌জিসহ ৪ মামলার আসা‌মী রা‌সেল গ্রেফতার

চট্টগ্রা‌মের বাঁশখালী থানা পু‌লি‌শের অ‌ভিযা‌নে ৪ মামলার আসা‌মী কালীপু‌রের কোকদন্ডী এলাকার শেখ রাসেল রাহীকে গ্রেফতার ক‌রা হয়েছে। বাঁশখালী থানা পু‌লি‌শের উপ-পরিদর্শক দয়াল ভৌমিকের নেতৃত্বে কালীপুরের কোকদন্ডী রাস্তার মাথা এলাকা‌ থে‌কে বুধবার রা‌তে অ‌ভিযা‌ন চালিয়ে তাকে গ্রেফতার ক‌রা হয়। চাঁদাবাজির মামলাসহ বাঁশখালী থানায় ও আদালতে ৪ টি পৃথক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি রাসেল। তাকে বৃহস্প‌তিবার বাঁশখালী আদাল‌তে হা‌জির কর‌লে আদালত তা‌কে জেল হাজ‌তে প্রেরণ ক‌রে।

বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (‌ও‌সি) সাইফুল ইসলাম ব‌লেন, অপরাধ নির্মূলে পু‌লি‌শের নিয়‌মিত অভিযা‌নের অংশ হিসা‌বে প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে তা‌কে গ্রেফতার ক‌রে আদাল‌তে সোপর্দ করা হয়। আদালত তা‌কে জেল হাজ‌তে প্রেরণ ক‌রে।

আরও পড়ুন