জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪৮ কেজি গাঁজা, প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪৮ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জয়পুর পূর্বজোয়ার হাবিলদারবাসা-ধুমঘাট ব্রীজগামী সড়কের মমিন হালদারের বাড়ীর সামনে বুধবার রাতে পুলিশ এই অভিযান চালায়।
জানা যায়, প্রাইভেটকারযোগে মাদক পাচারের সময় উপজেলার করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্বজোয়ার হাবিলদারবাসা-ধুমঘাট ব্রিজ সড়কের মমিন হালদারের বাড়ীর সামনে থেকে মাদক ব্যবসায়ী দিদারুল আলমকে (৪৫) গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ। সে সীতাকুন্ড উপজেলার ৯ নং ভাটিয়ারী ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের তেলিপাড়ার মৃত নুর মিয়া ড্রাইভারের পু্ত্র। অভিযানকালে অপর মাদক ব্যবসায়ী করেরহাট ইউনিয়নের ভালুকিয়া গ্রামের ফজলুল হক ড্রাইভারের পুত্র ফরহাদ হোসেন রাজু (৩৫) প্রাইভেটকার থেকে সুকৌশলে নেমে দৌড়ে পালিয়ে যায়। এসময় প্রাইভেটকার থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার (নং-চট্টমেট্রো-গ-১২-৪০৫২) জব্দ করা হয়। উদ্ধার হওয়া গাঁজার মূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা এবং প্রাইভেটকারের মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দিদারুল আলমের দেওয়া তথ্যমতে তার সঙ্গী ফরহাদ হোসেন রাজুকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। এই ঘটনায় জোরারগঞ্জ থানায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-১২) দায়ের করা হয়েছে।

আরও পড়ুন