মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার আছরের নামাজের পর হাটহাজারী সদরে হাটহাজারী হাফেজ জিন্নাহ (রহ) স্মৃতি সংসদ ও এলাকাবাসীর উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ষোলশহর জামেয়া আহমদীয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি অছিয়র রহমান আলকাদেরী। এসময় বক্তব্য রাখেন দিাদরুল আলম, জাহাঙ্গীর আলম, জসিম মাহাবুব, আলাউদ্দিন মাহাবুব, হাটহাজারী হাফেজ জিন্নাহ (রহ) স্মৃতি সংসদ এর পরিচালক ছাত্র নেতা সৈয়দ নইম মাহাবুব, আইয়ুব খান প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশে হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে। কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলেই ভারত থেকে বলা হয়, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। অথচ ভারতেই সংখ্যালঘু কোনো জাতি নিরাপদভাবে বসবাস করতে পারে না। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে। জাতিসংঘে পৃথক আইন পাশ করে রাসূলের (সা.) কটূক্তিকারীদের শাস্তি দিতে হবে। এছাড়া বাংলাদেশ সরকারকে ভারত সরকারের কাছে এ ঘটনার যথাযথ জবাব চাইতে হবে। মুহাম্মদ (সা.)-এর ইজ্জত রক্ষার বিষয়ে আমাদের কোনো আপস নেই।
এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মাওলানা মোজাম্মেল হোসাইন, সৈয়দ আলাউদ্দিন, জাকের হোসাইন, ওসমান গনি, মনির সাহারিয়া, মুহাম্মদ ইমন, সাহেদ, আলমগীর, সাইফুল ইসলাম, আরফিন, আশরাফুল হক, মাওলানা আমিনুল ইসলাম, হাফেজ নঈম উদ্দিন, হাফেজ সিয়াম প্রমুখ।