বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাফিল ও আগামী ৫ অক্টোবর বিএনপির রোডমার্চ সফল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাঁশখালী পৌরসভার ভাদালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে পৌর ১ নম্বর ওয়ার্ডের বিএনপি, যুবদল ছাত্রদলের আয়োজনে মঙ্গলবার রাত ৮টার দিকে পৌরসভা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তাফহিমুল আলম চৌধুরীর সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভা ১নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হেলাল উদ্দীন হানিফ এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন- পৌরসভা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ হোসাইন।
অনুষ্ঠিত আলোচনা শেষে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন হেলাল উদ্দিন হানিফ।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সাহাদৎ হোসাইন সাও., রফিক, মো. ছৈয়্যদ, যুবদল নেতা মো. আমির, মো. ছমদুল হক, মো. আব্দুল গফুর, মো. আব্দুল আজিজ, মো. ওয়াহেদ, মো. জালাল, ছাত্রদল নেতা আজিজ, আসহাব উদ্দিন, মো. দেলোয়ার, মো. কাশেম, মো. আব্দুল গণি, মো. তৌহিদুল ইসলাম সহ যুবদল, ছাত্রদল, কৃষকদলের পৌর নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।