আলেম ওলামাদের সাথে বেয়াদবি মহান আল্লাহ বরদাস্ত করেন না। দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তারা আল্লাহর খুব প্রিয় বান্দা। হেফাজতে ইসলাম তথাকথিত কোনো রাজনৈতিক দল নয়, আল্লাহর জমিনে আল্লাহর গুণগান জারি রাখার লক্ষ্যেই মূলত হেফাজতে ইসলামীর জন্ম। এখানে দ্বীনের পথে পরিচালিত হতে মানুষকে আহবান জানানোই একমাত্র লক্ষ্য বলে দাবি করেছেন হেফাজতের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের ফটিকছড়ি জামিয়া ইসলামিয়া আজীজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজতের নব গঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, জাতীয় ও আঞ্চলিক নির্বাচনে আমাদের কোনো প্রার্থিতা নেই, কোনো পক্ষপাতও নেই। কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের সংশ্লিষ্টতা নেই। কাওকে ক্ষমতায় বসানো বা ক্ষমতা থেকে নামানো আমাদের এজেন্ডা নয়। হেফাজতের ব্যনারে কোনো রাজনৈতিক ককর্মকান্ড করার কোনো সুযোগও নেই। যারা এসব বলেন, তারা মানুষকে বিভ্রান্ত করতেই এসব অপপ্রচারে লিপ্ত রয়েছেন।
বৈঠকে কারাবন্দি আলেমদের মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আগামী ২৮ অক্টোবর জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনের ঘোষণা দেন মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।
বৈঠকে উপস্থিত ছিলেন, সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুফতী খলিলুর আহমাদ কাসেমী, নায়েবে আমীর আল্লামা মাহফুজুল হক, আল্লামা সালাহ উদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, আল্লামা আবদুল আউয়াল, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মুফতী হাবীবুর রহমান কাসেমী, মুফতি মোবারক উল্লাহ, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতী হারুন ইজহার, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা নাসির উদ্দিন মুনির, মুফতি মুহাম্মদ আলী, মুফতি কেফায়েতুল্লাহ আজহারী,এ্যডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী,মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা জাকারিয়া নোমান প্রমূখ।