চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৬৩ পরিবার পেলো ঢেউটিন ও নগদ অর্থ

সাম্প্রতিক সময়ে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় চন্দনাইশ উপজেলার দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়নের ক্ষতিগ্রস্থ, দুঃস্থ, অসহায়, আশ্রয়হীন ২৬৩টি পরিবারের মাঝে বাড়ি-ঘর মেরামত/পুনঃনির্মাণের জন্য মোট ৫২৬ বান্ডিল ঢেউটিন ও ১৫ লাখ ৭৮ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) চন্দনাইশ উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বন্যায় ক্ষতিগ্রস্থ উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নের ২৬৩টি অসহায় ও দুঃস্থ পরিবারকে দুই বান্ডিল করে মোট ৫২৬ বান্ডিল ঢেউটিন ও প্রতিজনকে গৃহ নির্মাণ মজুরি বাবদ ৬ হাজার টাকা করে মোট ১৫লাখ ৭৮হাজার টাকার চেক বিতরণ করা হয়।

ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রিয়াদ হোসেন, ইউপি চেয়ারম্যান যথাক্রমে খোরশেদ বিন ইসহাক, আবদুর রহিম ও খোরশেদ আলম টিটু, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলীসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন