মিরসরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলায় জড়িত মূল আসামী গ্রেপ্তার
মিরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী (৫৩) উপর হামলার সাথে জড়িত মূল আসামী শাখাওয়াতকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ জুলাই) তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে নোয়াখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে নোয়াখালী জেলার সুবর্ণচর থানার ৪ নং চর ওয়াপদা ইউনিয়নের চর ওয়াপদা এলাকার হক সাবের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা ও মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বলেন, খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরীর তার উপর হামলার ঘটনায় গত ১৪ জুলাই শাখাওয়াতকে প্রধান করে অজ্ঞাত দুই জনসহ ৪ জনকে আসামী করে থানায় মামলা (নং-৯) দায়ের করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে শাখাওয়াতকে নোয়াখালী এলাকা থেকে হাতিয়া থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকার করেছে। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১০ জুলাই রাত ১২ টার সময় খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরীকে খৈয়াছড়া ঝর্না এলাকায় তার বাগান বাড়িতে কুপিয়ে আহত করা হয়।