বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় শফিউল আলম জিহাদী (৬০) নামে একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ অন্তত আরো ২জন। আহত একজনের অবস্থা আশংকাজনক হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাঁশখালী থানার সেকেন্ড অফিসার রাজীব পোদ্দার।

শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার বৈলছড়ি এস.কে.বি কনভেনশনহলের সামনে বাঁশখালী প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাটি কয়েক চক্কর খেয়ে সড়ক সংলগ্ন খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সিএনজি চালক আব্দুর রহিম।

এ ঘটনায় নিতহ শফিউল আলম জিহাদী পেকুয়া উপজেলার পেকুয়া সদর ছেঁড়াদিয়া ইউনিয়নের মৃত নুরুল হুদার পুত্র। আহত অপর দু’জন হলেন বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া খদুলা পাড়া এলাকার নাছির উদ্দিনের মেয়ে মারুফা আক্তার (১০), সরল ইউনিয়নের জালিয়াঘাটা লাতু মিয়ার পুত্র মো. ফোরকান (৩৩)।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হিরক কুমার পাল বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন ঘটনাস্থলে। মারুফা নামে এক শিশুর অবস্থা আশংকাজনক হলে তাকে চমেকে প্রেরণ করা হয়। ফোরকান নামে একজন চিকিৎসাধীন আছেন।’

ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে সিএনজিটি প্রধান সড়কের দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাওয়ার সময় বৈলছড়ি এস.কে.বি কনভেনশনহলের সামনে মারুফা নামের শিশুটি দ্রæতগামী গাড়ির সামনে চলে আসে। শিশুটিকে বাঁচাতে গিয়ে গাড়ীটি দুর্ঘটনায় পতিত হয়। এ এসময় সিএনজিটি কয়েক চক্কর দিয়ে সড়ক সংলগ্ন ছড়ায় পড়ে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে ড্রাইভার পালিয়ে যায়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামাল উদ্দিন বলেন, ‘বাঁশখালী প্রধান সড়কের চেচুরিয়া কনভেনশনহলের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধ শফিউলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি। নিহতের পরিবার চাইলে তাদের হাতে লাশ হস্তান্তর করা হবে।

আরও পড়ুন