বোয়ালখালীতে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মো.সুমন (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া সড়কের পৌর সদরের মুজাহিদ পাড়া এলাকায় খন্দকার ট্রেডিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন বোয়ালখালী উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবুল কাশেম মাস্টারের বাড়ির আবদুল আজিজের ছেলে। নিহত সুমন তিনমাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে
কানুনগোপাড়া সড়কের মুজাহিদ চৌধুরী পাড়া এলাকার খন্দকার ট্রেডিংয়ের সামনে মাইক্রোবাসের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী সুমন গুরুতর আহত হন। তবে তার পেছনে বসা যাত্রী নিরাপদে আছেন।

আহত সুমনকে ঘটনাস্হল থেকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।সেখানে তার মৃত্যু হয়েছে বলে জানান তার পরিবার।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রাজজাক বলেন,চমেক হাসপাতালে রাত সাড়ে ৮টার দিকে সুমনকে মৃত ঘোষণা করা হয়েছে বলে।বিষয়টি তদন্ত করে করে দেখা হচ্ছে।

নিহত মো.সুমন (২৮) ।

আরও পড়ুন