চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় মধ্যম চাগাচর যুব উন্নয়ন একতা সংঘের ব্যবস্থাপনায় চতুর্থ বারের মত আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) বিকালে ক্লাব সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় হযরত অসিউর রহমান (রহঃ) ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে হযরত ঈমাম হাসান হোসাইন (রাঃ) ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলা শেষে সংগঠনটির সভাপতি আকতার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মো. লোকমান হাকিম।
বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হাজারী টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক মো. ওয়াসিম, অর্থ সম্পাদক মো. মামুন, সাংস্কৃতিক সম্পাদক পেঠান সওদাগর, ব্যবসায়ী হেলাল উদ্দীন, প্রবাসী মো. শাহজাহান, মো. ফোরকান, ভাই ভাই একতা সংঘ সভাপতি সোহেল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রুবেল, বেলাল উদ্দিন, মো. ফিরোজ, দেলোয়ার, সাইফ ইসলাম সোহেল, মনছুর, নাঈম উদ্দিন, শফিক, নাছির, লেয়াকত, এমরান, নাজিম প্রমূখ।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের শাকিল, টুর্নামেন্ট সেরা খেলোয়াড় রিফাত ও টুর্নামেন্ট সেরা গোলরক্ষক হয়েছেন টিটু।
পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।