ব্লুমিং স্টার লায়ন্স ক্লাবের জানুয়ারি মাসের রেগুলার ও বোর্ড মিটিং অনুষ্ঠিত
লায়ন্স ক্লাব অফ চিটাগাং ব্লুমিং স্টারের জানুয়ারি মাসের রেগুলার ও বোর্ড মিটিং ক্লাব সেক্রেটারি লায়ন এডভোকেট হাসান আলী রুমান এর বাসায় অনুষ্ঠিত। মঙ্গলবার (১৭ জানুয়ারী) ক্লাব প্রেসিডেন্ট লায়ন আরমান রসুলের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি লায়ন এডভোকেট হাসান আলী রুমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ২০২২-২৩ সেবা বর্ষের নতুন লিও ক্লাব গঠন ও লিওদের কার্যক্রম নিয়ে লায়ন্সবৃন্দ আলোচনা করেন।
ক্লাবের সার্বিক কার্যক্রম এবং সেবা বর্ষের ২য় প্রান্তিক ডিসেম্বর মাসের অনুষ্ঠিত ক্লাবের সকল প্রজেক্ট নিয়ে লায়ন্স নেতৃবৃন্দ আলোচনা করেন। ক্লাবের লায়নবৃন্দ নতুন লায়ন বাড়ানোর অনুরোধ জানান। জানুয়ারি মাসে ১৫জন স্কুলের বাচ্চাকে তাদের ১বছরের শিক্ষা সামগ্রী দেওয়া এবং শীত বস্ত্র বিতরনের কর্মসূচি হাতে নেওয়া হয়। আগামী ফেব্রুয়ারী মাসের ১০তারিখ ক্লাবের লায়ন লিও পরিবার নিয়ে বনভোজন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উক্ত বোর্ড মিটিং এ উপস্থিত ,ক্লাবের ভাইস প্রেসিডেন্ট-২ লায়ন মো: জিয়াউল হক সোহেল,ক্লাব ক্লাব ট্রেজারার লায়ন মোঃ রুবেল রানা , জয়েন্ট ট্রেজারার লায়ন শেখ আব্দুল কাদের অভি,ক্লাব মেম্বারশিপ চেয়ারপার্সন লায়ন পাপিয়া পাল, ক্লাব সার্ভিস প্রোগ্রাম চেয়ারপার্সন লায়ন এহতেশামুল হক খান হামীম,ক্লাব মেম্বার লায়ন মোঃ রেজয়ান আদর, লায়ন মোঃ ইলিয়াস সহ প্রমূখ।