সাউদার্ন ইউনিভার্সিটিতে সৃজনশীলতা ও উদ্ভাবন বিষয়ক কর্মশালা
একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে সাউদার্ন ইউনিভার্সিটিতে দিনব্যাপী‘ “জীবনে সাফল্যের জন্য সৃজনশীলতার শক্তি, উদ্ভাবন এবং প্রেরণা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হয়েছে।
বিবিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনের অনুপ্রেরণা উদ্দেশ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ট্রেনিং সেন্টারের প্রধান সমন্বয়কারী শাহেদুল ইসলাম মল্লিক ।
ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী নাজমুল হুদা ও সহকারী অধ্যাপক রেহনুমা সুলতানা খানের তত্ত¡াবধানে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক শাহেদুল ইসলাম মল্লিককে সম্মাননা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সাউদার্ন ট্রাস্টি বোর্ডের সদস্য ফেরদৌস খান আলমগীর।