কুতুবদিয়া আকবরবলী ঘাট থেকে বাঁশখালী বাংলাবাজার পারাপারে স্পীড বোট চালু

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলী ঘাট থেকে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের বাংলাবাজার ঘাটে পারাপারে স্পীড বোট চালু করা হয়েছে। মঙ্গলবার বিকালে পারাপারে স্পীড বোট চালুর উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার জেলা উত্তর আঞ্চলিক শাখার সভাপতি মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল।

আকবর বলী ঘাট থেকে স্পীড বোট চালু হওয়ায় খুশি স্থানীয় জনসাধারণ। দীর্ঘদিন ধরে আকবর বলী ঘাট থেকে একটি ছোট ডেনিশ বোট সকাল ১০ টায় বাঁশখালী বাংলাবাজার। দুপুর ২ টায় বাংলাবাজার থেকে ফিরে আসে। মাত্র একবার আসা যাওয়া করায় যাতায়াতে ভোগান্তি ছিল দ্বীপবাসীর।

স্থানীয় বাসিন্দার মোঃ ইউনুছ জানান, স্পীড বোট চালু আনন্দিত। জরুরি প্রয়োজনে ও রোগী নিয়ে উত্তর ধ‚রুং ইউনিয়নের জনসাধারণকে দরবার ঘাট ও অমজাখালী ঘাট দিয়ে যেতে হত। স্পীড বোট চালু হওয়ায় সহজে বাশখালী,চট্টগ্রাম যেতে পারবে।
ঘাট ইজারাদার জানান, কুতুবদিয়া বাসীর ভোগান্তী কমানোর জন্য ১৫০ টাকা ভাড়া নির্ধারণ করে স্পীড বোট চালু করা হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার উত্তর আঞ্চলিক শাখার সভাপতি মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুলের অনুরোধে জরুরি মুহ‚র্তে ডেলিভারি রোগীরা বিনাম‚ল্যে যাতায়াত করতে পারবেন বলে জানান তিনি।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকারগণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন