জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে কমার্স কলেজ ছাত্রদলের লিফলেট বিতরণ

জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে প্রচার প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রাম সরকারী কমার্স কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাস ও আশপাশ এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হবে।

সরকারি কমার্স কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ মেহেদী হাসান রায়হান ও সদস্য সচিব ফয়সাল উদ্দিনের নেতৃত্বে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন চৌধুরী, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, আকতার হোসেন পলাশ(দপ্তর), সদস্য আরাফাত, ওয়াজিদ, হাসান লাদেন, ইমতিয়াজ অমি, কাজী জুবায়ের, রিজভী, নাইমুল এবং রিফাতসহ শিক্ষার্থীবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ বলেন, নতুন প্রজন্ম তথা যুবসমাজকে সুস্থ ও স্বাভাবিকভাবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়ার মাধ্যমে দেশে ইতিবাচক পরিবর্তন সহজসাধ্য বিষয়। দেশের ক্রীড়া উন্নয়নে এ জাতীয় টুর্নামেন্টে দর্শক সমাগম বাড়ানো গেলে খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি হবে।

আরও পড়ুন