দয়া নয় সন্ত্রাসীদেরকে সমূলে উৎপাটন করতে হবে : জামায়াত সেক্রেটারী

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জঙ্গী মদদদাতা পতিত স্বৈরাচার সরকার এখনও দিবাস্বপ্নে মশগুল। তারা দেশে অরাজকতা তৈরী করে আবারও ক্ষমতায় আসার খায়েস দেখছেন। আর এজন্য একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড, খুন, আন্দোলনের নামে জনদূর্ভোগ তৈরী করছে। তাদের প্রতি দয়া মায়া নয়, সমূলে উৎপাটন করতে হবে। তারা নিষিদ্ধ হয়েও কিভাবে কর্মকান্ড চালায় সেটিই এখন বড় প্রশ্ন?

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১২টার দিকে চট্টগ্রাম সফরে এসে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকারের সামনে একের পর এক চ্যালেঞ্জ আসছে। শক্তভাবে এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আলিফের নিষ্ঠুর ও বর্বররোচিত হত্যাকান্ডে পুরো দেশের মানুষ আজ স্থম্ভিত। আমরা এ হত্যাকান্ডের সঙ্গে সম্পৃক্তদের অবিলম্বে গ্রেফতার দাবি করছি।

দেশবিরোধী ষড়যন্ত্রে পতিত স্বৈরাচার সরকারের নেতাকর্মীরা জড়িত অভিযোগ তুলে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, আপনারা ইতোমধ্যে দেখেছেন দেশবিরোধী যে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে সেখানে পতিত স্বৈরাচারের নেতা-কর্মীরা জড়িত। বিভিন্ন বেশ ধরে কারা এ শান্তিপূর্ণ দেশকে অরাজকতার দিকে নিয়ে যেতে চায়? আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে চায়? পুরো জাতির কাছে নানা প্রশ্ন এখন সৃষ্টি হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মওলানা মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আমীর ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর সাদেক, জামায়াত নেতা অধ্যাপক ড. আবু হানিফা নোমান ও চট্টগ্রাম মহানগর জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ।

আরও পড়ুন