লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন বন্ধন লায়ন্স ক্লাব কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ছাত্র ছাত্রীদের মধ্যে ওষুধি গাছের চারা বিতরণ, হামদ নাত ও ইসলামী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদ মুহুরী পাড়ায় লিটল স্টার প্লে স্কুলে উক্ত কর্মসূচী পালিত হয়। লিটল স্টার প্লে স্কুলের প্রিন্সিপাল মাসুকা বেগমের সার্বিক সহযোগিতায় আয়োজিত উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও ক্লাব চেয়ারপার্সন লায়ন এম বদিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সার্ভিস কমিটির চেয়ারপার্সন লায়ন আবুল খায়ের।
বন্ধন লিও ক্লাব সভাপতি নুর মোহাম্মদদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি লিও আব্দুল্লাহ আল মারুফ, সদ্য প্রাক্তন সভাপতি লিও আরমান উদ্দন, ভাইস প্রেসিডেন্ট ইমরান ইমু, বন্ধন লিও ক্লাবের সদস্য নিহাল, আল আমিন, লিপি, ইভা, সজিব এবং লিটল স্টার প্লে স্কুলের শিক্ষক সাঈয়েদা আক্তার, মাজেদা বেগম, মাহমুদা আক্তার প্রিমা, খুশবু আক্তার মিম, সুফিয়া আক্তার তানিয়া, ইসরাত জাহান মিতু প্রমূখ।
এসময় প্রধান অতিথি লায়ন এম বদিউর রহমান বলেন, শিশুদের প্রতিভা বিকাশ এবং ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে হামদ নাত ও কুইজ প্রতিযোগীতা যেমন ভ‚মিকা রাখবে তেমনি বৃক্ষরোপণের মধ্য দিয়ে শিশুরা পরিবেশ রক্ষায় সচেতন হবে। বন্ধনের এ কার্যক্রম আরও দূর্রার গতিতে চলুক এটাই প্রত্যাশা।