বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের সুস্থতা কামনায় কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্যোগে শুক্রবার (১৬ আগস্ট) দোয়া মাহফিল ও মোনাজাত এনায়েত বাজার শাহী জামে মসজিদে বাদ এ আছর অনুষ্ঠিত হয়েছে।
কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হাসান সোনামানিকের সভাপতিত্বে ও ছাত্রদলের সদস্য সচিব আজিজুল হক সানির পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আলহাজ্ব আবদুল মালেক, কৃষক দলের সহ সভাপতি নজরুল ইসলাম বাবু, যুবদলের সংগঠক এনামুল হক রাজু, সাইফুল ইসলাম, ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক জিয়াউল হক, শামসের আলী,আব্দুল আল কাইয়ুম সুমন, এলভিন, মো:আনিস, মো:অনিক, জ্যাকি, দিপু, ইয়ামিন, আরমান, সাজ্জাদ, রানা, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ফ্যাসিস্ট হাসিনার কবল থেকে দেশকে মুক্ত করায় ছত্রজনতা ও সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দেশ গঠনে সকলের এগিয়ে আসার আহবান জানান।
মিলাদ মাহফিলের মোনাজাত পরিচালনা করেন এনায়েত বাজার শাহী জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম আলহাজ্ব ওয়াহিদ আনসারি হোসেন।