বন্ধন লিও ক্লাবের উদ্যোগে এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকায় আলহাজ¦ সমদু মিয়া হেফজখানা ও এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ জুন) বিকালে লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লিও আরমান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী সেবাবর্ষের লিও ক্লাবস চেয়ারপার্সন লায়ন বদিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন আবুল খায়ের ও বন্ধন লিও ক্লাবের এডভাইজার লায়ন আবু তাহের।

এসময় মাদ্রাসার সুপার হাফেজ আব্দুল মান্নানের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়ার প্রাক্কালে অতিথিবৃন্দ বলেন, লিও ক্লাব অব চিটাগাং বন্ধন দীর্ঘদিন ধরেই প্রতিবছর কোরবানের শেষে বিভিন্ন এতিমখানা ও পথ শিশুদের মধ্যে খাবার বিতরণ করে আসছে। তাদের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আগামীতে আরও বড় পরিসরে এ আয়োজন অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধন লিও ক্লাবের প্রাক্তন সভাপতি আব্দুল্লাহ আল মারুফ, আগামী সেবা বর্ষের সভাপতি নুর মোহাম্মদ, এনামুল হক জুয়েল, নাইম উদ্দিন সাফায়েত, ইমতিয়াজ উদ্দিন নিহাল, আল আমিন।

আরও পড়ুন