ব্যাটারী জগতে জনপ্রিয় পান্না গ্রুপের ডিলার সম্মেলন অনুষ্ঠিত

দেশের স্টোরেজ ব্যাটারী প্রস্তুত ও রপ্তানিকারক শীর্ষ শিল্প প্রতিষ্ঠান পান্না গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ লোকমান হোসেন বলেছেন,গত তিন-চার বছর ধরে করোনা এবং রাশিয়া- ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে আমরা আপনাদের সকলের সহযোগিতায় আমাদের উৎপাদন অব্যাহত রেখেছি। করোনাকালিন সময়ে দেশে অনেক শিল্প প্রতিষ্ঠানের বহু কর্মচারী চাকরিচ্যুত ও বেতন বন্ধ রাখলেও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েও আমরা মানবিক কারনে তা করিনি।আমরা আমাদের কর্মকর্তা-,কর্মচারীদের করোনাকালিন সময়ে সরকারের সকল নিয়মকানুন মেনেই সীমিত আকারে হলেও উৎপাদন অব্যাহত রেখেছিলাম। চট্টগ্রাম ও সিলেট বিভাগের পৃথক পৃথক ডিলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি ডিলারদের উদ্দেশ্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, করোনার কারণে গত ৩/৪ বছরে আমাদের ব্যবসা-বাণিজ্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এই ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতেই আবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, যা আমাদের ব্যবসা-বানিজ্যে মারাত্মক ক্ষতির সম্মুখীন করছে।

তাই “বাধ ভাঙ্গার প্রত্যয়” এই স্লোগানে উজ্জীবিত হয়ে আমরা আমাদের সকলের সম্মিলিত পরিশ্রমে আবার ঘুরে দাড়াতে পারবো বলে আশা করছি।

তিনি ডিলারদের প্রতিষ্ঠানের হৃদপিন্ড আখ্যায়িত করে বলেন, গ্রাহক, ভোক্তা ও আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের উৎপাদিত মানসম্মত পণ্য ও আপনাদের ব্যবসাবান্ধব আন্তরিকতায় আমাদের প্রতিষ্ঠান সকল বাধা পেরিয়ে বিশ্ব অর্থনৈতিক মন্দায়ও আমরা টিকে আছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। তাই অতীতের মতো আগামীতেও আপনাদের আন্তরিক সহযোগিতায় আমরা আরো সামনে এগিয়ে যেতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

সম্প্রতি চট্টগ্রাম বোট ক্লাবে চট্টগ্রাম বিভাগের সম্মেলন প্রায় আড়াইশত ডিলার উপস্থিত ছিলেন। ২৬ মে সিলেট বিভাগের সম্মেলন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হয়।

পৃথক পৃথক এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব মোহাম্মদ লোকমান হোসেন ছাড়াও বিশেষ অতিথি হিসেবে গ্রুপ সিইও মোঃ আবু সায়েদ, জিএম সেলস এন্ড মার্কেটিং অজয় কুমার দাস বক্তব্য রাখেন। এছাড়া কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন