চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক আহবায়ক আবু সুফিয়ান, সাবেক প্রথম যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এসএম মামুন মিয়ার স্থগিতাদেশ প্রত্যাহার করেছে দলটি।
বুধবার (২৫ ডিসেম্বর) বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক পৃথক পত্রের মাধ্যমে উক্ত তিন নেতার স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্যসহ আপনার সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে নির্দেশক্রমে স্থগিতাদেশ প্রত্যাহারসহ প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো। এতে আরও বলা হয় এখন থেকে দলীয় শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনার কার্যকর ভূমিকা দল প্রত্যাশা করে। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের যাতে পুনরাবৃত্তি না হয়, সে জন্য সতর্ক থাকতেও পত্রে অনুরোধ করা হয়েছে।
তিন নেতার স্থগিতাদেশ প্রত্যাহারের আলাদা আলাদা পত্রসমূহ চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন এবং ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনকে অনুলিপির মাধ্যমে অবগত করা হয়েছে।