পরিবেশ অধিদপ্তরের অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে খুলশী ক্লাবের সংবাদ সম্মেলন

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কর্তৃক পাহাড় কাটার অভিযোগে আটককৃত শ্রমিকদের ছেড়ে দিতে মোটা অঙ্কের ঘুষ দাবী ও এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে মুক্তিযুদ্ধে শহীদ পরিবারকে নিয়ে কটুক্তির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম খুলশী ক্লাব কর্তৃপক্ষ।

রবিবার ক্লাবের নিজস্ব জায়গায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খুলশী ক্লাব লিমিটেডের ফাউন্ডিং ভাইস প্রেসিডেন্ট ও ৭১ এর রণাঙ্গনের শহীদ বীর মুক্তিযোদ্ধা (ক্যাপ্টেন) ডা.কেফায়েত কবীরের সন্তান রফিক উদ্দীন বাবুল।

সংবাদ সম্মেলনে ক্লাব কমিটির সদস্যরা দাবী করেন খুলশী ক্লাবের সংস্কার ও সৌন্দর্য বর্ধন কাজ চলাকালীন সময় বিনা নোটিসে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের একটি দল অভিযান চালিয়ে পাহাড় কাটার অভিযোগে দিনমজুর ৬ শ্রমিককে আটক করে নিয়ে যায়।পরবর্তীতে ক্লাব কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তরের পরিচালকের নিকট সশরীরে উপস্থিত হয়ে সরোজমিনে তদন্তের অনুরোধ জানালে আটককৃত শ্রমিকদের ছাড়তে সংস্থার এক পরিদর্শকের মাধ্যমে ২ লক্ষ টাকা ঘুষ দাবী এবং এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে শহীদ পরিবারকে নিয়ে কটুক্তির অভিযোগ তুলে ধরেন।

মুক্তিযুদ্ধের রনাজ্ঞনের শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবারকে নিয়ে কটুক্তির প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে প্রতিবাদ জানান মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হেলাল উদ্দীন ও চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক। এছাড়াও সংবাদ সম্মেলন খুলশী ক্লাব লিমিটেডের সদস্য সুজা উদ্দীন আহমেদ, লায়ন মাওলানা মোহাম্মদ ইউচুপ, মীর কাশেম চৌধুরীসহ ক্লাবটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ১৫ ফেব্রুয়ারি আনুমানিক দুপুর ২ ঘটিকায় পরিবেশ অদিপ্তরের একটি দল পরিদর্শনে যায় খুলশী ক্লাব লিমিটেডের সংস্কারাধীন এলাকায়। পরবর্তীতে সেখান থেকে ৬ শ্রমিককে আটক করে একদিন পর তাদের নাম উল্লেখ্য করে সংলিষ্ট থানায় পাহাড় কাটার অভিযোগে মামলা দায়ের করে পরিবেশ অধিপ্তর চট্টগ্রাম।

আরও পড়ুন