বন্দর এলাকায় পুজা মন্ডপ পরিদর্শনে সিএমপি কমিশনার

হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে চট্টগ্রাম নগরীর বন্দর থানার বালক সংঘ পূজা মন্দির এবং বন্দর পূজা মন্দির পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।

এ সময় পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়কে ফুলেল শুভেচছা প্রদান করেন পুজা উদযাপন কমিটির সদস্যগণ, বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং এর সদস্যগণ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। যেকোন ধর্মের উৎসবে অন্য ধর্মের মানুষের স্বতষ্ফুর্ত অংশগ্রহণ আমাদের রাষ্ট্রীয় ও সামাজিক রীতি। তবে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে উৎসব পালনে সবাইকে সচেতন থাকতে হবে। কোনোরূপ আইনশৃঙ্খলা পরিপন্থী কিছু করা যাবে না। শেষে তিনি সবাইকে শারদীয় দূর্গাপুজার শুভেচ্ছা জানান।

এসময় অন্যান্যদের মধ্যে সিএমপি উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, ডিসি বন্দর শাকিলা রহমান, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান, বন্দর পূজা মন্ডপ বাবু বিশ্বজিৎ দেব, সাধারণ সম্পাদক আশিস কান্তি মুহরী, বন্দর সিবিএ সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য আবু নাছের জুয়েলসহ সনাতনী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন