চট্টগ্রাম বন্দরে কাট অফ টাইম বেড়েছে গার্মেন্টস পণ্যবাহী জাহাজের

বাংলাদেশের পোষাক শিল্পের রপ্তানীবাহী কন্টেইনারের ক্ষেত্রে জাহাজের কাট অফ টাইম ও গেইট ইন টাইম বর্ধিত করল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গত ২৯ সেপ্টেম্বর বন্দর কর্তৃপক্ষের পরিচালক ট্রাফিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বন্দর সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর পোষাক শিল্পের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ) কর্তৃক জাহাজের কাট অফ টাইম ও গেইট ইন টাইম শিথিল করণের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর জাহাজের কাট অফ টাইম ও গেইট ইন টাইম শিথিল অব্যাহত রাখার সিন্ধান্ত নিয়েছে।

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ম্যানুয়াল অনুযায়ী রপ্তানী পণ্যের ক্ষেত্রে জাহাজের কাট অফ টাইম দিনের জোয়ারে জাহাজ আগমনের দিন সকাল সাড়ে ৭টা এবং রাতের জোয়ারে জাহাজ আগমনের সময় রাত ৮টা। বিজিএমইএ এর আবেদনের প্রেক্ষিতে কাট অফ টাইম এবং কাট ইন টাইম ২৪ঘন্টা সময় বাড়িয়ে দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সে মোতাবেক দিনের জোয়ারে জাহাজ আগমনের দিন সকাল সাড়ে ৭টা এর পরিবর্তে পরের দিন সকাল সাড়ে ৭টা পর্যন্ত এবং রাতের জোয়ারে জাহাজ আগমনের সময় রাত ৮টার পরিবর্তে পরের রাত ৮টা পর্যন্ত ২৪ঘন্টা করে বর্ধিত নতুন সময় নির্ধারণ করেছে বন্দর কর্তৃপক্ষ।

এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে স্টাফিংকৃত কন্টেইনারের প্রয়োজনীয় ডকুমেন্টেশন কার্যক্রম ও অনুমতি গ্রহণের জন্য দিনের জোয়ারে জাহাজ আগমনের ক্ষেত্রে পরের দিন সকাল সাড়ে ৭টার হতে আরো সাড়ে ৬ঘন্টা সময় বাড়িয়ে বেলা দেড়টা পর্যন্ত এবং রাতের জোয়ারে জাহাজ আগমনের ক্ষেত্রে পরের রাত ৮ থেকে আরো ৪ ঘন্টা বাড়িয়ে রাত ১২টা পর্যন্ত করা হয়েছে। কাট অফ টাইম এর সময়সীমা শেষ হবার পূর্বেই কন্টেইনার জাহাজীকরণের কাজ সম্পন্ন হবার সুবিধার্থে মালামাল অগ্রিম স্টাফিং পয়েন্টে পৌঁছানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।

এছাড়াও যথাসময়ে জাহাজ সেইলিং করার জন্য নির্ধারিত জাহাজ সেইলিংয়ের ৩ ঘন্টা পূর্বে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার গেইট ইন টাইম বা প্রবেশ সময়সীমা শেষ হয়ে যাবে বলেও জানায় চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ।

আরও পড়ুন