ধোপে টিকলো না বাবুল আক্তারের মামলা
নিজের স্ত্রী হত্যার দায়ে কারাগারে থাকা পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার কর্তৃক পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারসহ ৬জনের বিরুদ্ধে দায়ের করা নির্যাতনের মামলা খারিজ করে দিয়েছেন আদালত। রবিবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজের বিচারক ড.বেগম জেবুন নেছা এ মামলা খারিজ করে দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাবুল আক্তারের আইনজীবী এডভোকেটে গোলাম মাওলা মুরাদ।
পিবিআই হেফাজতে থাকাকালীন সময়ে নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গত ৮ সেপ্টেম্বর মামলার আবেদন করেছেন বাবুল আক্তার। পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার, সংস্থাটির চট্টগ্রাম জেলা ইউনিটের এসপি নাজমুল হাসান, চট্টগ্রাম মেট্রো ইউনিটের এসপি নাঈমা সুলতানা, পিবিআইয়ের সাবেক পরিদর্শক সন্তোষ কুমার চাকমা ও একেএম মহিউদ্দিন সেলিম এবং সংস্থাটির চট্টগ্রাম জেলা ইউনিটের পুলিশ পরিদর্শক কাজী এনায়েত কবিরকে আসামী করে মামলাটা দায়ের করেছিলেন বাবুল আক্তার।
আবেদনে বলা হয়, ২০২১ সালের ১০ মে থেকে ১৭ মে পর্যন্ত সময়ে পিবিআই চট্টগ্রাম মেট্রো ও জেলা অফিসে বাবুল আক্তারের ওপর নির্যাতন করা হয়। স্ত্রী হত্যার ঘটনায় মিথ্যা স্বীকারোক্তি দেওয়ার জন্য বাবুল আক্তারের সঙ্গে নিষ্ঠুর আচরণ করা হয়। এ কারণে মামলাটি দায়ের করা হয়, যা আদালত আজ খারিজ করে দিলো।