যথাযোগ্য মর্যাদায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিজয় দিবসের প্রথম প্রহরে ১২ টা ০১ মিনিটে বন্দরের জল সীমানায় অবস্থিত সকল জাহাজ ও জলযান সমূহ কর্তৃক এক নাগাড়ে ১মিনিট হুইসেল বাজানোর মাধ্যমে দিবসের সূচনা হয়। সকাল সাড়ে ৬টায় সূর্যোদয়ের সাথে চট্টগ্রাম বন্দর র্কৃপক্ষের সকল দপ্তর, ভবন, আবাসিক ভবন, চ্যানেলে অবস্থিত জলযান সমূহে, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব/ সংসদ সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৮টায় বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান চবক রিপাবলিক ক্লাবস্থ স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করেন এবং পুস্পস্তবক অর্পণ করেন। এসময় চবক এর সকল সদস্য, সকল বিভাগীয় প্রধান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বন্দর থানা কমান্ডের নেতৃবৃন্দ, বন্দরের সর্বস্থরের কর্মকর্তা/কর্মচারী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ছাত্রছাত্রীসহ তাদের স্ব স্ব প্রতিষ্ঠান/সংগঠনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন।
দিবসটি উপলক্ষ্যে চবক এর আওতাধীন সকল মসজিদ, এবাদতখানা, মন্দির ও বৌদ্ধ বিহারে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয় এবং বন্দর হাসপাতালে অভ্যন্তরীণ রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষ্যে বিকালে শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বন্দর রিপাবলিক ক্লাব বনাম মুক্তিযোদ্ধা সংসদ বন্দর থানা কমান্ড এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত । এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৫ ও ১৬ ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা থেকে রাত ১২ টা পর্যন্ত আলোকসজ্জা এবং ব্যানার, ফেস্টুন ও পতাকা দ্বারা বন্দর ভবন ও সন্নিহিত এলাকা সজ্জ্বিত করা হয়। বন্দরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবস সম্পর্কিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।