মহান বিজয় উপলক্ষে মোশাররফ হোসেন দীপ্তি ও মুহাম্মদ শাহেদের নেতৃত্বে চট্টগ্রাম মহানগর যুবদলের বিজয় র্যালী
মহান বিজয় দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে সোমবার (১৬ ডিসেম্বর), সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর স্মৃতি বিজড়িত ষোলশহর ঐতিহাসিক বিপ্লব উদ্যান থেকে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ’র নেতৃত্বে বিজয় র্যালী বের হয়।
র্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাজীর দেউড়ি মোড়ে সংক্ষিপ্ত এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে সভাপতির বক্তব্যে মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, দীর্ঘ ১৬ বছর মানুষের বাক স্বাধীনতা ছিল না। ফ্যাসিস্ট সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। আজ দ্বিতীয়বার স্বাধীনতা পাবার পর মানুষ খোলা বাতাসে শ্বাস নিতে পারছে, কথা বলতে পারছে।
সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ায় মানুষ মন খুলে বিজয় দিবস উদযাপন করছে। আগামী দিনে সুখী সমৃদ্ধ বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে।
এতে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সি. সহ সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, এস এম শাহ আলম রব, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, মো. মুছা, মিয়া মো. হারুন, হায়দার আলী চৌধুরী, জসিমুল ইসলাম কিশোর, মুজিবুর রহমান, অরুপ বড়ূয়া, মো. আলী সাকী, সাবেক যুগ্ম সম্পাদক মো. হুমায়ুন কবির, মো. এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, হেলাল হোসেন, গুলজার হোসেন, সাবেক সহ সাধারণ সম্পাদক ওসমান গনি, শাহজালাল পলাশ, জাফর আহমেদ খোকন, সাবেক সম্পাদক মন্ডলী’র সদস্য নুর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মুহাম্মাদ সাগির, গাজী ফারুক, মহিউদ্দিন মুকুল, ইফতেখার শাহরিয়ার আজম, সাবেক সহ সম্পাদক আতিকুর রহমান, কামরুল ইসলাম, মোহাম্মদ হাসান, মোহাম্মদ শাহেদুল ইসলাম শাহেদ, হামিদুল হক চৌধুরী, সিরাজুল ইসলাম সিকদার, মাস্টার ফজলুল রহমান, আনোয়ার হোসেন আনু, আরিফ হোসেন, নুরুল ইসলাম আজাদ, জাহাঙ্গীর আলম বাবু, মিজানুর রহমান দুলাল, মিফতাহ উদ্দীন সিকদার টিটু, মো. ইউসুফ, সদস্য আইয়ুব আলী, শাবাব ইয়াজদানী, মো. কলিম উল্লাহ, সাইদুল হক শিকদার,থানা যুবদলের সাবেক আহবায়ক বজল আহমেদ, মো. খোরশেদ আলম, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম মঞ্জু, শওকত খান রাজু, মোর্শেদ কামাল, সাবেক সি. যুগ্ম আহবায়ক নুর খান, সাইফুল আলম রুবেল, ইউনুছ মুন্না, ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক আবু বক্কর বাবু, সাইফুল আলম, মোহাম্মদ হাসান, জহিরুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।