অনুপস্থিত চিন্ময়ের আইনজীবী, জামিন শুনানি ২ জানুয়ারি

রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির জন্য আগামী ২ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছে আদালত। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলাম এ আদেশ দেন।

জানা গেছে, শুনানির শুরুতে সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ চিন্ময় ব্রহ্মচারীর পক্ষে ওকালতনামা দাখিল করলেও তিনি চট্টগ্রাম থেকে আসা আইনজীবী সুমীত আচার্য্যকে উপস্থিত করতে পারেননি। এতে আদালত শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য করেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, আদালত জানায় যিনি ওকালতনামা দাখিল করেছেন তিনি সরাসরি মামলাটি পরিচালনা করতে পারবেন না। যদি তিনি মামলাটি লড়তে চান, তবে তাকে একজন স্থানীয় আইনজীবীকে সহযোগী হিসেবে নিয়োগ করতে হবে।

এর আগে, বুধবার (১১ ডিসেম্বর) সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ মামলার পক্ষে আবেদন জানাতে আদালতে উপস্থিত হন। তবে তার ওকালতনামা এবং আসামিপক্ষের লিখিত কোনো আবেদন না থাকায় আদালত তা নাকচ করে দেন।

উল্লেখ্য, ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে কোতোয়ালী থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয়। পরে তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ চট্টগ্রাম নগর পুলিশের কাছে হস্তান্তর করে। ৩ ডিসেম্বর জামিন শুনানির সময় কোনো আইনজীবী উপস্থিত না থাকায় আদালত সেই শুনানি পিছিয়ে ২ জানুয়ারি ২০২৫ তারিখ নির্ধারণ করেন।

আরও পড়ুন