ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টাই ডেঙ্গু মুক্ত নগর গড়ে তুলতে পারে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চসিকের স্বাস্থ্য বিভাগের আয়োজনে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে র্যালি ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। র্যালিটি মেমন হাসপাতাল থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জিপিও’র সামনে শেষ হয়।
মেয়র জানান, প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম তদারকি করা হচ্ছে। একই সাথে এলাকাবাসীকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, ময়লা জমা থাকা বা পানি জমে থাকার মতো সমস্যাগুলো স্থানীয়ভাবে সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মেয়র আরও বলেন, আমাদের একার প্রচেষ্টা যথেষ্ট নয়। স্থানীয় জনগণকে সিটি করপোরেশনের সাথে সহযোগিতা করতে হবে। পরিচ্ছন্নতা কর্মীরা সঠিকভাবে কাজ করছে কিনা, তা নজরদারি করতে রাজনৈতিক নেতাকর্মী ও মহল্লা কমিটিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোথাও ময়লা বা নালা-নর্দমা অপরিচ্ছন্ন থাকলে প্রতিটি ওয়ার্ডের সুপারভাইজারদের জানাতে হবে।
ডেঙ্গুর লক্ষণ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মেয়র বলেন, জ্বর দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে মেমন-২ হাসপাতালে ডেঙ্গু সেন্টারে আসা যেতে পারে, যেখানে ডেঙ্গুর এন্টিজেন টেস্টের ব্যবস্থা রয়েছে।
তিনি বলেন, গতকাল ডেঙ্গুতে একজন শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি তিন-চার দিন ধরে জ্বরে ভুগলেও অভিভাবকরা হাসপাতালে আনতে দেরি করেন। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ বিপজ্জনক। ২-৩ দিনের বেশি জ্বর থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
চলমান ডেঙ্গুর কসমোপলিটন ভ্যারিয়েন্টের প্রকোপ সম্পর্কে তিনি বলেন, এ বছর ডেঙ্গুর সংক্রমণ বেশি। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালিয়ে যেতে হবে।
এ সময় মেয়র জানান, মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং প্রতি সপ্তাহে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকুনগুনিয়ার লক্ষণ সম্পর্কে তিনি বলেন, চিকুনগুনিয়ায় জয়েন্টে ব্যথা হয়, আর ডেঙ্গুর ক্ষেত্রে তীব্র মাংসপেশির ব্যথা এবং র্যাশ দেখা দেয়। এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, ডা. এসএম সরোয়ার আলম, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী (মারুফ) প্রমুখ উপস্থিত ছিলেন।