বাকলিয়ায় পলিথিন কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পলিথিন উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়। গোয়েন্দা সংস্থা হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় ছাড়পত্রের শর্ত লঙ্ঘন করে অনুমোদন বর্হিভূতভাবে পলিথিন উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে এমন একটি কারখানায় অভিযান পরিচালানা করা হয়। এছাড়া সেখান থেকে নীতিমালা বর্হিভূতভাবে উৎপাদিত ২১১০ কেজি পলিথিন বাজেয়াপ্ত করা হয়।

অভিযান পরিচালনা করেন বাকলিয়অ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাসুমা আক্তার কণা। এছাড়া সহযোগিতায় ছিলেন এনএসআইয়ের সহকারী পরিচালক আলিফ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও বাকলিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ।

আরও পড়ুন