মিথ্যা ভিত্তিহীন বানোয়াট সংবাদ পরিবেশন করে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে প্রকৃত সত্য তুলে ধরেছেন সীতাকুন্ড উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম মেট্রাপলিটন সাংবাদিক ইউনিয়নের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফজলুল করিম চৌধুরী বলেন, বিস্তারিত খোঁজ খবর না নিয়ে একটি ভুলবুঝাবুঝির ছবিকে কেন্দ্র কের সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও মনগড়া সংবাদ পরিবেশন করেছে কয়েকটি গণমাধ্যম। সংবাদে আমাকে চাঁদাবাজির দায়ে গ্রেপ্তারের কল্পকাহিনী উপস্থাপিত হয়েছে। আমার এলাকা সীতাকুন্ড, অথচ আমার নামে নগরীতে চাঁদাবাজির অভিযোগ উত্থাপন করা হয়েছে, যা শুধু হাস্যকর নয়, অবান্তরও বটে। প্রকৃত সত্য হচ্ছে যে, সেদিন আমি সকাল সাড়ে ১০ টার দিকে আমার ব্যক্তিগত গাড়ী নিয়ে হালিশহরস্থ বাসা থেকে আমাদের নেতা মোঃ আসলাম চৌধূরীর ফৌজদারহাটস্থ বাসভবনের উদ্দ্যেশ্যে যাওয়ার পথে হালিশহর ওয়াপ্দা গেইট এলাকার পোট কানেক্টিং সড়কে অনাকাংক্ষিতভাবে একটি স্ক্রাপ ট্রাক নজরে আসে, যেখান থেকে কিছু চোর স্ক্রাপ চুরি করে রাস্তায় ফেলছিলো। একটি লৌহার স্ক্রাপ আমার ব্যবহারিত গাড়ির সামনে এসে পড়লে আমার গাড়ী ক্ষতিগ্রস্থ হয়। তখন আমি গাড়ি থেকে নেমে স্ক্রাপের ট্রাক থেকে কিশোর চোরদের ধরে ফেলি এবং ট্রাকটির ড্রাইভারকে তাদের অফিসে খবর দিয়ে দায়িত্বশীর কর্মকর্তাদের আসতে বলি। তারা আসি আসি করে দুই ঘন্টা অতিবাহিত করায় আমি রাগের বশে তাদের সাথে উত্তপ্ত আচরণ করি। পরবর্তীতে তারা আমার অজান্তেই সেনাবাহিনীকে খবর দিলে তাদের একটি টিম এসে আমাকে থানায় নিয়ে যায়।
লিখিত বক্তব্যে আরও দাবি করা হয়, থানায় যাওয়ার পর কে বা কারা আমার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং সাংবাদিকরা প্রকৃত তথ্য না জেনে আমাকে চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ প্রচার করে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক। পরবর্তীতে স্ক্রাপের মালিক আবুল খায়ের গ্রæপের কর্মকর্তারা থানায় এসে প্রকৃত সত্য উপস্থাপন করলে সেনা ও থানা কর্তৃপক্ষ তাদের ভুল বুঝতে পেরে আমাকে ছেড়ে দিয়ে দুঃখ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, স্বার্থান্বেষী মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই সাংবাদিকদেরকে মিথ্যা তথ্য দিয়ে এমন বানোয়াট সংবাদ প্রকাশ করিয়েছে। শীঘ্রই মিথ্যা সংবাদ পরিবেশনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্ব্য়াক কমিটির সদস্য জহুরুল আলম জহুর, ইউসুফ নিজামী, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আরঙ্গজেব মোস্তফা, সীতাকুন্ড উপজেলা যুবদলের সিনিয়র যূগ্ম আহ্ব্য়াক সাহাবুদ্দিন রাজু, পৌরসভা যুবদলের আহ্ব্য়াক অমলেন্দু কনক, সদস্য সচিব জিয়া উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী শাহেদ, পৌরসভা ছাত্রদলের আহ্ব্য়াক ঈসমাইল হোসেনসহ উপজেলার যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।