শান্তিতে নোবেল পেলেন ইরানের নার্গিস মোহাম্মদী

২০২৩ সালের শান্তিতে নোবেল পুরস্কার পেলেন জেলবন্দি ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী৷
শুক্রবার (৬ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করেছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

ইরানে নারীদের উপর নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার মানবাধিকার ও স্বাধীনতার জন্য আপোষহীন সংগ্রামের স্বীকৃতি হিসেবে নোবেল কমিটি তাকে বেছে নিয়েছে৷

ইরানের কর্তৃপক্ষ বিভিন্ন অভিযোগে এ পর্যন্ত ১৩ বার তাকে আটক করেছে, পাঁচবার দোষী সাব্যস্ত করেছে৷ ৩১ বছরের কারাদণ্ডের পাশাপাশি এবং ১৫৪ টি বেত্রাঘাতের শাস্তিও দিয়েছে। তারপরও অধিকার আদায়ের লড়াই থেকে বিচ্যুত হননি তিনি৷

কারাবন্দি অধিকারকর্মী ও তাদের পরিবারকে সহায়তার জন্য ২০১১ সালে প্রথমবার গ্রেপ্তার হন নার্গিস৷ একাধিক বছরের কারাদণ্ডের শাস্তি পাওয়ার দুই বছর পর জামিনে মুক্ত হয়ে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সোচ্চার হন৷ ২০১৫ সালে এজন্য তাকে আবারও আটক করা হয় এবং নতুন করে কারাদণ্ড ভোগ করেন৷ তাতেও তাকে দমানো যায়নি, বরং জেলে থেকেই রাজনৈতিক বন্দিদের উপর চালানো নিপীড়ন, নারীদের বিরুদ্ধে সহিংসতা ও যৌন হয়রানিমূলক আচরণের বিরুদ্ধে সোচ্চার হন তিনি৷

গত বছর মাহসা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে শুরু হওয়া আন্দোলনেও জেল থেকে তিনি সংহতি জানান৷ এরপর কারা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়৷ বাইরে থেকে তার সাথে কারো সাক্ষাৎ কিংবা ফোন কল গ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে৷ এই পরিস্থিতির মধ্যেও কারাগার থেকে গোপনে গণমাধ্যমে তিনি লেখা প্রকাশ করেন৷
নোবেল কমিটি বিবৃতিতে বলেছে, ইরানের মানবাধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তার এই সাহসী লড়াইয়ের প্রতি সম্মান জানিয়ে তাকে এই বছর নোবেল শান্তি পুরষ্কার দেয়া হচ্ছে৷

নার্গিস মোহাম্মদী ইরানের জাঞ্জানে ১৯৭২ সালের ২১ এপ্রিল জন্মগ্রহণ করেন৷ ইরানের আরেক মানবাধিকারকর্মী এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ীশিরিন এবাদির নেতৃত্বে ডিফেন্ডারস অফ হিউম্যান রাইটস সেন্টার (ডিএইচআরসি) এর ভাইস প্রেসিডেন্ট তিনি৷